News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫০, ২৮ জুলাই ২০২৫

এক বছরে রেকর্ড ৪০৮ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

এক বছরে রেকর্ড ৪০৮ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

ফাইল ছবি

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। এ সময়ে মোট ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার শোধ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭১ কোটি ডলার বা ২১ শতাংশ বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ তথ্য জানিয়েছে।

ইআরডির তথ্য অনুযায়ী, সুদের পেছনে ব্যয় হয়েছে ১৪৯ কোটি ডলার এবং মূল ঋণ বাবদ পরিশোধ করা হয়েছে ২৫৯ কোটি ডলার।

তবে এ বছর ঋণ ছাড় কমেছে ১৭১ কোটি ডলার—১০২৮ কোটি থেকে নেমে ৮৫৬ কোটিতে দাঁড়িয়েছে। একই সঙ্গে ঋণ প্রতিশ্রুতিও সাড়ে ২২ শতাংশ কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ১ হাজার ৭৩ কোটি ডলারের প্রতিশ্রুতি ছিল, এবার তা ৮৩২ কোটিতে নেমে এসেছে।

আরও পড়ুন: ২৬ দিনে রে‌মিট্যান্স এলো ২৩৫৮৩ কোটি টাকা

সংশ্লিষ্টরা বলছেন, বড় প্রকল্পের দায় শোধের কারণে চাপ বাড়ছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়