News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ১৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশকে নিয়েই ভারতের বিদায়

বাংলাদেশকে নিয়েই ভারতের বিদায়

ছবি: সংগৃহীত

হংকং চায়নার সঙ্গে ১-১ ড্র এবং ভারতের সিঙ্গাপুরের কাছে ২-১ পরাজয়ের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত করেছে। 

গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচের ফলে বাংলাদেশের মূলপর্বে যাওয়ার স্বল্প সম্ভাবনাও শেষ হয়ে গেছে।

বাংলাদেশের জন্য প্রথম ধাক্কা আসে হংকং চায়নার সঙ্গে কাই তাক স্টেডিয়ামে ১–১ গোলে ড্র করার পর। ম্যাচে হার এড়ানো গেলেও জয় না পাওয়ায় মূলপর্বের আশা ক্ষীণ হয়ে যায়। এরপরই সিঙ্গাপুর ভারতের বিপক্ষে ২–১ জয় অর্জন করে, যা বাংলাদেশের বাছাইপর্বের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়।

চার ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সিঙ্গাপুর ও হংকং চায়না যৌথভাবে শীর্ষে ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অন্যদিকে, ভারত ও বাংলাদেশের পয়েন্ট মাত্র ২ করে, ফলে এই দুই দলের জন্য বাছাইপর্ব শেষ। গ্রুপের শেষ দুটি ম্যাচ বাংলাদেশ ও ভারতের জন্য নিয়মরক্ষার ম্যাচ হিসেবে বিবেচিত হবে। বর্তমানে ভারত তৃতীয় এবং বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে।

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচের পর মন্তব্য করেন, দলটা আবারও দুর্দান্ত খেলেছে, দুই ম্যাচেই। মনে হচ্ছে আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম। এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের বাইরে গিয়ে বললে, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জয় পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

আরও পড়ুন: হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশে নেই শমিত-জামাল

ম্যাচ শেষে দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী বলেন, আমাদের সামনে আবারও কিছু করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়ে গেল।

বাংলাদেশের বাছাইপর্ব যাত্রা শুরু হয়েছিল গত মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে গোলশূন্য ড্র দিয়ে। এরপর ঢাকায় সিঙ্গাপুরের কাছে ২–১ গোলে হেরে এবং ঘরের মাঠে হংকং চায়নার সঙ্গে ৪–৩ ব্যবধানে হারায় দলের অবস্থান ক্রমশ কঠিন হয়ে ওঠে।

তবুও দলের মধ্যে আশা ছিল বিদেশফেরত খেলোয়াড়দের নিয়ে – ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শোমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ – নতুন উদ্দীপনায় কিছু করার স্বপ্ন দেখার।

এরপর ভারতের বিরুদ্ধে ম্যাচে, ভারত প্রথমে ১৪ মিনিটে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে হেরে যায়। সিঙ্গাপুরের হয়ে সং উই-ইয়ং জোড়া গোল করেন। এর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়।

এবার ‘সি’ গ্রুপ থেকে মূলপর্বের লড়াই হংকং চায়না এবং সিঙ্গাপুরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। উভয় দলই চার ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে এবং আসন্ন মুখোমুখি লড়াইয়ে নির্ধারণ হবে, কোন দল মূলপর্বে যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়