News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৪ জুন ২০২৫

সমিত সোম এখন ঢাকায়

সমিত সোম এখন ঢাকায়

বিমানবন্দরে শমিত সোম। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলে নতুন আলোচিত নাম হয়ে উঠেছেন কানাডা প্রবাসী সমিত সোম।  সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে। ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন তিনি।

বুধবার (৪ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সমিত।

বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি বলেন, 'বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছু করার প্রত্যাশা করছি।'

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন: ফারুককে সরানো কেন অবৈধ নয়: হাই কোর্ট

এই দুটি ম্যাচ সামনে রেখে ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। সেই দলে রয়েছে কানাডাপ্রবাসী সমিত সোমও।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়