নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিসিবি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে। এর মাধ্যমে শুরু হলো বহুল আলোচিত এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের কমিশন গঠন করেছিল বিসিবি।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল
- ২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
- ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ২২–২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
- ২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
- ২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
- ২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
- ২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
- ২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
- ৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল ঘোষণা
- ৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল প্রকাশ
আরও পড়ুন: আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বর্তমানে বোর্ডে মোট ১৭১ জন কাউন্সিলর রয়েছেন, যার মধ্যে ৭৬ জন ঢাকার ক্লাব থেকে আসেন।
বোর্ডের ২৫ পরিচালকের পদে নির্বাচিত হন—
- ১২ জন ক্লাব ক্রিকেট থেকে,
- ১০ জন বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে প্রতিনিধি হিসেবে।
এরপর নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই ভোট দিয়ে বেছে নেওয়া হবে বিসিবির সভাপতি।
এবারের বিসিবি নির্বাচনে আগেভাগেই জমে উঠেছে উত্তেজনা। নতুন ও পুরনো অনেক হেভিওয়েট প্রার্থী এতে অংশ নিতে যাচ্ছেন।
- জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
- বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শক্তিশালী প্রার্থী হিসেবে লড়াইয়ে থাকবেন।
- সাবেক সভাপতি ফারুক আহমেদও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে শোনা যাচ্ছে।
- এছাড়া সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে মনোনয়ন বিতরণ, জমা, যাচাই-বাছাই, আপিল শুনানি, প্রার্থিতা প্রত্যাহারসহ সব প্রক্রিয়া সম্পন্ন হবে।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কার হাতে উঠবে বিসিবির হাল—তা এখন ক্রিকেটাঙ্গনের সবার আলোচনার বিষয়। সভাপতি পদে একাধিক হেভিওয়েট প্রার্থীর সম্ভাব্য দ্বন্দ্বে এবারের নির্বাচন জমজমাট হওয়ার আভাস মিলছে।
সবশেষে ৫ অক্টোবর ঘোষণা করা হবে বিসিবি নির্বাচনের চূড়ান্ত ফলাফল।
নিউজবাংলাদেশ.কম/পলি








