মেলবোর্নে শ্রীনিবাসনকে বাঁচিয়েছেন শচীন
ঢাকা: রোববার ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের দিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) জনরোষের মুখে পড়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান এন শ্রীনিবাসন। ওই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাসিত সভাপতিকে আক্রোশ থেকে বাঁচিয়ে দেন শচীন টেন্ডুলকার।
বুধবার দেশে ফিরে বিমানবন্দরে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে আ হ ম মোস্তফা কামাল বলেন, “গায়ের জোরে ট্রফি দিয়েছে সে (এন শ্রীনিবাসন)। ফাইনাল ম্যাচের আগের দিন সন্ধ্যায় তারা আইসিসির কয়েক জনকে নিয়ে মিটিং করে। আমিও সেই মিটিংয়ে ছিলাম। বলা হয়, ভারত-বাংলাদেশ ম্যাচে শেষে যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্য প্রত্যাহার করলে আমাকে ট্রফি দিতে দেয়া হবে। আমি বলেছি, ১৬ কোটি মানুষের পক্ষে কথা বলেছি। আমার বক্তব্য প্রত্যাহার করব না। তখন আমাকে বলা হয়,আপনি বক্তব্য প্রত্যাহার না করলে আপনাকে ট্রফি দিতে দেয়া হবে না। তারপর গায়ের জোরে সে ট্রফি দিয়েছে। আল্লাহ এর বিচার করেছে। সেই দিন মেলবোর্নে মাঠে উপস্থিত সবাই তাকে লজ্জা দিয়েছে। মাঠে উপস্থিত সবাই তার বিপক্ষে স্লোগান দিয়েছে। শচীন তাকে বাঁচিয়েছেন। শচীন না থাকলে সেদিন তার কি হত?”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








