অবসর বললেন মিলসও
ঢাকা: ডেনিয়েল ভেট্টোরির বিদায়ের রেশ এখনো কাটেনি। এর মাঝেই ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন কাইল মিলস।
বুধবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন নিউজিল্যান্ডের ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার মিলস। যিনি ২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন। তিন বছর বাদে তার টেস্ট অভিষেক ২০০৪ সালে।
দীর্ঘ ক্যারিয়ারে মাত্র ১৯টি টেস্ট খেলে ৪৪ উইকেট শিকার করেন মিলস। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে স্পেশালিস্ট হয়ে ওঠেন তিনি। ১৭০ ওয়ানডেতে ২৭.০২ গড়ে ২৪০ উইকেট কিউই পেসারের। ইকোনমি ৪.৭২। এছাড়া টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচে ৪৩ উইকেট তার।
রঙিন পোশাকের ক্রিকেটে ভেট্টোরির (৩০৫) পর নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মিলস। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৯ উইকেট দখল করে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ বোলারের আসন দখল করেছিলেন ব্লাক ক্যাপস তারকা। তিনটি বিশ্বকাপ খেললেও নানা সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে মিলসকে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








