৩১.৫ মিলিয়নে রিয়ালে দানিলো
ঢাকা: বার্সেলোনা নয়, শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন দানিলো। ৩১.৫ মিলিয়ন ইউরোতে পর্তুগালের ক্লাব পোর্তো থেকে মাদ্রিদে ঘাঁটি গাড়ছেন ব্রাজিলিয়ান রাইটব্যাক। বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করে রিয়াল।
অবশ্য দানিলোর দিকে নজর ছিল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) সহ ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাবের। কিন্তু সবাইকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান ফুটবলারকে নিজেদের করে নিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদই। ছয় বছরের চুক্তিতে সান্টিয়াগো বার্নাব্যুতে যোগ দিলেন ২৩ বছর বয়সী তারকা।
বুধবার বিজ্ঞপ্তি দিয়ে পোর্তো জানায়, আমরা সবাইকে এই তথ্য জানাতে চাই যে দানিলোর বিষয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতোমধ্যেই সমঝোতায় পৌঁছেছি আমরা। এই গ্রীষ্ম শেষে ৩১.৫ মিলিয়ন ইউরোতে সে রিয়ালে যাচ্ছে। প্রসঙ্গত, দানিলোর এই চুক্তিতে কার্লো আনচেলাত্তির প্রশিক্ষণাধীন দলের বর্তমান রাইটব্যাক ড্যানিয়েল কারভেজালের ভবিষ্যত নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








