News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৫, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১২, ১৮ জানুয়ারি ২০২০

কামালের পদত্যাগ নিয়ে ভারতীয় সমর্থকদের প্রতিক্রিয়া

কামালের পদত্যাগ নিয়ে ভারতীয় সমর্থকদের প্রতিক্রিয়া

ঢাকা: বুধবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল।

আইসিসিতে সাংবিধানিক রীতিনীতির লঙ্ঘন ও বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থের জন্য ইস্তফা দেন বলে জানান কামাল। এই বিষয়টিতে বাংলাদেশের মানুষ খুশি। কিন্তু যে নারায়ণস্বামী শ্রীনিবাসনের কারণে মূল ঘটনার সূত্রপাত তার দেশের মানুষ অর্থাৎ ভারতীয়রা কীভাবে দেখছে বিষয়টিকে?

ইএসপিএন ক্রিকইনফোতে কামালের পদত্যাগ প্রতিবেদনের নিচে এক ভারতীয় সমর্থক লিখেছেন, “আমার মনে হয় এটা ভালো একটা সিদ্ধান্ত। আইসিসির অবশ্যই এটা ব্যাখ্যা করা উচিত যে, কেন সংস্থাটির সভাপতির সাংবিধানিক অধিকার খর্ব করা হলো। ক্রিকেটে শ্রীনিবাসরে একাধিপত্য নিয়ে কিছুটা হলেও শঙ্কিত। আর আমি এটাও গ্যারান্টি দিতে পারি যে ৯৯ শতাংশ ভারতীয় বর্তমান অবস্থা নিয়ে অসন্তুষ্ট।”

আরেকজন লিখেছেন, “নো বলের মতো ইস্যুতে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে ওনার (মুস্তফা কামালের) চুপ থাকাই শ্রেয় ছিল। বিশেষত বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে। আর যখন সেটা তার নিজের দেশের খেলার সাথে সম্পর্কিত তখন তো আরো বেশি।  সুতরাং এটা খারাপ সিদ্ধান্ত হয়েছে। এটা আমাকে তখনই বিস্মিত করত, যদি ওনাকে পদত্যাগ করতে অনুরোধ করা হত।”

যুক্তরাজ্য থেকে এক বেনামী ক্রিকেটপ্রেমী লিখেছেন, “অতীত ভুলে গেছেন মিস্টার কামাল। তিনি ‘বৃহত্তর স্বার্থে’র কথা বলছেন এটা বিশাল এক কৌতুক। বাংলাদেশই প্রথম দেশ যারা ‘বিগ থ্রি’ প্রস্তাবকে সমর্থন করেছিল। এখন সেটার পরিণতি ভোগ কর।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়