মুস্তফা কামালের পদত্যাগ
বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হবে না
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদ থেকে পদত্যাগের ফলে বাংলাদেশের ক্রিকেটের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।
অস্ট্রেলিয়া থেকে বুধবার দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আইসিসি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
লোটাস কামাল বলেন,“আমি আইসিসির বিরুদ্ধে নই। আমি অনিয়মের বিরুদ্ধে। আমার পদত্যাগের কারণে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হবে না। আইসিসির কোনো দোষ নেই। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে।”
বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ও সাবেক বিসিবি সভাপতি মুস্তফা কামাল জানান, ১৬ কোটি মানুষকে ছোট করে আইসিসির সভাপতির পদ আঁকড়ে থাকতে পারেন না তিনি। আইসিসিতে সংবিধান লঙ্ঘনও তার অবসরের সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি।
এর আগে দুপুর ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুস্তফা কামাল।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








