পর্তুগাল ও স্পেনের হার
ঢাকা: ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না, তাই বলে অজ্ঞাতকুলশীল কেপভার্দের কাছে হার। অবিশ্বাস্য হলেও মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এমন ঘটনাই ঘটেছে। একই দিনে বিশ্বকাপের পর আবার নেদারল্যান্ডসের কাছে হার মেনেছে স্পেন।
রোববার ইউরোর বাছাই পর্বে সার্বিয়াকে ২-১ গোলে হারানোর পর একটু পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। তাতেই হয়েছে ছন্দপতন। আফ্রিকার অখ্যাত দল কেপভার্দের কাছে ২-০ গোলে হেরেছে তার শিষ্যরা। সেটাও আবার ঘরের মাঠে। একটা তথ্য পর্তুগিজদের পরাজয়কে ব্যাখ্যা করতে পারে। সেটা হলো ১৯৮৬ সালে মরক্কোর বিপক্ষে হারার পর আর কখনো আফ্রিকার কোনো দেশের কাছে হারেনি লুইস ফিগো ও ইউসোবিও’র দেশ।
বিশ্বকাপে পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারো নেদারল্যান্ডসের কাছে হার মেনেছে স্পেন। মঙ্গলবার আমস্টারডাম অ্যারেনায় স্টিফান ডি ভিরিজ ও ডেভি ক্লাসেনের গোলে জয় তুলে নেয় ডাচরা। তিন মিনিটের ব্যবধানে খেলার ১৩ ও ১৬ মিনিটে দুটি গোল তুলে নেয় স্বাগতিকরা। তুরিনে দিনের অন্য ম্যাচে ইতালি-ইংল্যান্ড ম্যাচ ১-১ স্কোরলাইনে অমিমাংসিত থেকেছে। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








