News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৩, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১২, ১৮ জানুয়ারি ২০২০

পদত্যাগের ঘোষণা দিলেন মুস্তফা কামাল

পদত্যাগের ঘোষণা দিলেন মুস্তফা কামাল

ঢাকা: অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ও সাবেক বিসিবি সভাপতি মুস্তফা কামাল পদত্যাগের কারণ হিসেবে বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ১৬ কোটি মানুষকে ছোট করে আইসিসির সভাপতির পদ আঁকড়ে থাকতে পারি না আমি।

আইসিসির অসাংবিধানিক আচরণও তার অবসরের সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেন লোটাস কামাল। তিনি বলেন, “আইসিসির সংবিধানের ৩.৩ ধারা অনুযায়ী বিশ্বকাপ ফাইনালের মতো টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেয়ার অধিকার কেবল প্রেসিডেন্টরই।” কিন্তু এই বিশ্বকাপ আসরে সেই নিয়মটা মানা হয়নি।

বিষয়টি উল্লেখ করে কামাল বলেন, “২৯ তারিখ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেয়ার কথা ছিল আমার। কিন্তু আমাকে সেই সম্মান দেয়া হয়নি। এটা করা হয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে কথা বলায়।”

এরপর কেন অবসর নেয়া সেই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সাবেক বিসিবি সভাপতি বলেন, “যারা সংবিধান লঙ্ঘন করে তাদের সঙ্গে একসাথে কাজ করা সম্ভব নয়। এটা সারা বিশ্বকে জানাতেই আমার এই সিদ্ধান্ত।”

প্রসঙ্গত, বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ-ভারত ম্যাচে ভারতের প্রতি আম্পায়ারদের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলায় বিসিসিআইয়ের সাবেক সভাপতি এন শ্রীনিবাসনের রোষের শিকার হন কামাল। সবচেয়ে বড় বিষয় হলো স্পট ফিক্সিংয়ে বিতর্কিত সেই শ্রীনিই অস্ট্রেলিয়ার হাতে শিরোপা তুলে দেন।

এর আগে বুধবার দুপুর একটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুস্তফা কামাল। বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অবসরের ঘোষণা দেন।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়