পাস্তোরে জেতালেন আর্জেন্টিনাকে
ঢাকা: জাভিয়ের পাস্তোরের প্রথম আন্তর্জাতিক গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মাঠে নামার আগেই আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো ইঙ্গিত দিয়েছিলেন, দলের সেরা তারকা ও অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না। পুরো ফিট হলেই কেবল মাঠে নামবেন এমএলটেন। তখনই ধারনা করা গিয়েছিল এল সালভাদরের পর ইকুয়েডরের বিপক্ষেও হয়তো খেলবেন না বার্সেলোনা প্রাণভোমরা।
কিন্তু মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তারপরও ভেবেছিল হয়তো কিছুক্ষণের জন্য হলেও মাঠে দেখা যাবে মেসিকে। শেষ পর্যন্ত তাদের সে মনোবাঞ্ছা পূরণ হয়নি। গোড়ালির চোটের কারণে এদিনও খেলতে পারেননি চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি তার দলের।
এদিন খেলার ৮ মিনিটেই প্রথমবার এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সার্জিও আগুয়েরো দলকে লিড উপহার দিয়েছিলেন। ইকুয়েডরের বোলানোস প্রথমার্ধের ২৪ মিনিটে সেই গোলটি শোধ দেন। এরপর বিরতি থেকে ফিরে শেষ বাঁশি বাজার ৩২ মিনিটে আগে পাস্তোরে আকাশী-সাদা জার্সিধারীদের পক্ষে জয়সূচক গোলটি করেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








