News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৬, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

ভারতের সাথে ড্র করেছে বাংলাদেশ

ভারতের সাথে ড্র করেছে বাংলাদেশ

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইপর্বের খেলায় ভারতের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের দল।

বাংলাদেশ-ভারত ম্যাচের প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকে। এরপর বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ফলে বিরতির পর নির্ধারিত সময়ে খেলাটি শুরু হতে পারেনি। শেষে পুনরায় বিদ্যুত সংযোগ দেয়া হলে খেলা মাঠে গড়ায়। কিন্তু বিরতি থেকে ফিরেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে নিস্ফলাই থাকে ম্যাচটি।

লোডশেডিংয়ে কারণে প্রায় আধঘণ্টা বঙ্গবন্ধু স্টেডিয়াম আঁধারে ডুবে ছিল। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর। কিন্তু নিজেদের মাঠে এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ম্যাচ চলার সময় লোডশেডিংয়ের কারণে প্রশ্নের মুখে পড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়