News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ১৫ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২৭, ১৫ আগস্ট ২০২৫

রিয়ালে যোগ দিয়ে মেসিকে বিশ্বের সেরা বলে বিপাকে মাস্তানতুয়োনো

রিয়ালে যোগ দিয়ে মেসিকে বিশ্বের সেরা বলে বিপাকে মাস্তানতুয়োনো

ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ দলে ভিড়িয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে। তবে মাঠে নামার আগেই বিতর্কে জড়িয়েছেন ১৮ বছর বয়সি এই তরুণ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ক্লাবের পরিচিতি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত থেকে জার্সি তুলে নেন মাস্তানতুয়োনো। এরপর রিয়াল সমর্থকদের জন্য বড় ধাক্কা হয়ে হাজির হলো তার মন্তব্য। তিনি লিওনেল মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেন।

মাস্তানতুয়োনো বলেন, “আমি ভীষণ খুশি, এমন আনন্দ অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল, আর আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে, তা আবার জন্মদিনে। কোচকে ধন্যবাদ, তিনি আমার ওপর আস্থা রেখেছেন।”

প্রথম সংবাদ সম্মেলনেই তিনি মেসি প্রসঙ্গে বলেন, “আমার কাছে মেসিই বিশ্বের সেরা ফুটবলার। ডি স্টেফানোর মতো অন্যান্য কিংবদন্তিদের আমি অনেক শ্রদ্ধা করি, তবে আমার কাছে রিয়াল মাদ্রিদই ইতিহাসের সেরা ক্লাব। আমি এখানে নিজের পথ তৈরি করতে চাই, যাতে সমর্থকরা আমার পারফরম্যান্সে খুশি হন।”

আরও পড়ুন: উয়েফা সুপার কাপের মাঠে শিশুহত্যা বন্ধের বার্তা

মাস্তানতুয়োনো রিভার প্লেট ছেড়ে ৬ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগ দিয়েছেন। রিয়াল ২০ আগস্ট ওসাসুনার বিপক্ষে লা লিগার নতুন মৌসুম শুরু করবে, যেখানে তার অভিষেক ঘটতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়