News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৯, ৪ জুলাই ২০২৫

হজ শেষে দেশে ফিরলেন ৬৮ হাজার হাজি

হজ শেষে দেশে ফিরলেন ৬৮ হাজার হাজি

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৮ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি। 

শুক্রবার (৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস জানায়, ২৭ জুন শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।

তথ্য অনুযায়ী, ফিরতিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫ হাজার ৭ জন হাজি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৯ হাজার ৮৫৭ জন। 

হজযাত্রী পরিবহনে যুক্ত তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স—মোট ১৭৬টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২৯,৮৬০ জন হাজিকে, পরিচালনা করেছে ৮২টি ফ্লাইট।

আরও পড়ুন: আশুরায় তাজিয়া মিছিলে থাকবে পুলিশের স্পেশাল ফোর্স

সৌদি এয়ারলাইন্স ৭১টি ফ্লাইটে ফিরিয়ে এনেছে ২৬,২২৮ জন। ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইটে এনেছে ৮,৭৭৬ জন হাজি।

২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট সৌদি আরবে যায় ৩১ মে। এ বছর পবিত্র হজ পালিত হয় ৫ জুন ২০২৫।

হজ উপলক্ষ্যে সৌদি আরবে অবস্থানকালে এ পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর কারণ ছিল বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক জটিলতা।

হজ শেষে হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন অব্যাহত রয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ১০ জুলাইয়ের মধ্যে সব হাজিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়