News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ৩ জুলাই ২০২৫

আশুরায় তাজিয়া মিছিলে থাকবে পুলিশের স্পেশাল ফোর্স

আশুরায় তাজিয়া মিছিলে থাকবে পুলিশের স্পেশাল ফোর্স

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার। ছবি: সংগৃহীত

আশুরা উপলক্ষে রাজধানী ঢাকার তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ‘স্পেশাল ফোর্স’ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।

বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, “ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।”

কুমিল্লায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্য

নিরাপত্তার অংশ হিসেবে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালানোর কথাও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, “নিরাপত্তা ইস্যুতে ডগ স্কোয়াড দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোলিং করা হচ্ছে।”

জঙ্গি ও নিষিদ্ধ সংগঠনের ওপর নজরদারি রাখা হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “তাজিয়া মিছিলের সামনে, পেছনে ও মধ্যখানে পুলিশের স্পেশাল ফোর্স থাকবে। মিছিলের এলাকাভিত্তিক ফুটপাতের দোকান অপসারণ করা হবে।”

মিছিল চলাকালে যানজট ও জনভোগান্তি এড়াতে নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি।

তিনি বলেন, “৬ জুলাই দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।”

মিছিলে পটকা, আতশবাজি এবং যেকোনো ধরনের ধারালো ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়