News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৫, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ২০:০৯, ১৭ জানুয়ারি ২০২০

আলোচিত চলচ্চিত্র ‘মুহাম্মাদ (সা.)’ আসছে ২৬ আগস্ট

আলোচিত চলচ্চিত্র ‘মুহাম্মাদ (সা.)’ আসছে ২৬ আগস্ট

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনালেখ্যকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুহাম্মাদ’ ইরানসহ আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাবে চলতি মাসেই। ইরানের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানের খ্যাতনামা নির্মাতা মাজিদ মাজিদি। ডেইলি মেইল।

১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর এবং ব্যয় হয়েছে ৫৫ কোটি ডলার।

আগামী ২৬ আগস্ট নবীবংশের অষ্টম পুরুষ ইমাম রেজার (রা.) জন্মবার্ষিকী উপলক্ষে ইরানে এ চলচ্চিত্রটি মুক্তি পাবে। এ ছাড়া, কানাডার মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবে `মুহাম্মদ (সা.)` নামের ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট।

ছবিটিতে সুর সংযোজনা করেছেন বিখ্যাত ভারতীয় সুরকার এ আর রহমান। এছাড়া ছবিটি নির্মাণে চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান ব্যক্তিত্বরাও কাজ করেছেন। ইতালির সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো ও ফিল্মি এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি।

মহানবীকে (সা.) নিয়ে পরিকল্পিত ট্রিলজি বা তিনখণ্ডের ছায়াছবির প্রথম এই খণ্ডে তাঁর মক্কার জীবনালেখ্য তুলে ধরা হয়েছে। মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলা’তে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়