News Bangladesh

নেত্রকোণা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৭, ১৬ অক্টোবর ২০২৫

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার

শাহাদাত হোসেন। ফাইল ছবি

আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে (৫৮) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ভাই গ্রেফতারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি।  তবে কবে কোথায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: নাহিদ

জানা গেছে, এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সাথে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় আসেন শাহাদাত হোসেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন শাহাদাত।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়