News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ৯ অক্টোবর ২০২৫

গণতন্ত্র রক্ষায় জেহাদের প্রেরণায় এগোতে হবে: তারেক রহমান

গণতন্ত্র রক্ষায় জেহাদের প্রেরণায় এগোতে হবে: তারেক রহমান

ফাইল ছবি

স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ জেহাদের রক্ত গণঅভ্যুত্থানের বীজ বপন করেছিল, যার মধ্য দিয়েই পতন ঘটে স্বৈরশাসক এরশাদের। 

শহীদ জেহাদ দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জেহাদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষ্যে দেওয়া এই বাণীটি গণমাধ্যমে পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বাণীতে তারেক রহমান বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। রক্তাক্ত সে আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার এক সংগ্রাম।

তিনি স্মরণ করিয়ে দেন, স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে জেহাদ নিজের বুকে পুলিশের গুলিবিদ্ধ হন এবং শাহাদাত বরণ করেন। তার রক্তই ছিল গণঅভ্যুত্থানের বীজ, যার মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরশাসক এরশাদের।

আরও পড়ুন: শিক্ষা ও শিক্ষক উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতিশীল পরিকল্পনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তা দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যয়ে জেহাদ তার জীবন উৎসর্গ করেন। আমরা যদি তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি, তবে তার আত্মা কষ্ট পাবে।

তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। তবে গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়—মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করাও গণতন্ত্রের অপরিহার্য অংশ।

তারেক রহমান বলেন, শহীদ জেহাদ দিবস উপলক্ষে আমি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।

তিনি আহ্বান জানান, শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে হৃদয়ে ধারণ করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত মোকাবিলা করতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যেতে হবে।

বাণীর শেষাংশে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়