News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০০, ৯ অক্টোবর ২০২৫

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত ১০টা ৩৫ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে নীল রঙের একটি কারে করে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন। রাজধানীর শেরেবাংলা নগরে পৌঁছে গাড়িটি মাজারের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়া গাড়িতে বসেই দোয়া ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে মোনাজাতে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে শায়রুল কবির জানান, রাত ১১টায় সাবেক প্রধানমন্ত্রী মাজারে পৌঁছান।

মাজার জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন তার দুই ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। 

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ নিরাপত্তা কর্মকর্তারা।

আরও পড়ুন: সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচন চায়: আমির খসরু

বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার দিকে খালেদা জিয়া মাজারে উপস্থিত হয়ে দোয়া ও তিলাওয়াত করেন এবং রাত ১১টা ১৫ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান। 

বিএনপি এক নেতা বলেন, ম্যাডাম হঠাৎ মাজারে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এজন্য আগে থেকে দলের অন্যান্য সদস্যদের কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, খালেদা জিয়া সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যাওয়ার আগে স্বামীর মাজারে যান। মুক্ত হওয়ার পর দীর্ঘ সময় তিনি মাজারে যাননি। এ নিয়ে বিএনপি নেতারা বলেন, এই হঠাৎ জিয়ারত ব্যক্তিগত ইচ্ছারই প্রকাশ।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, ম্যাডামের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। তিনি খানিকটা খাওয়া-দাওয়া করতে পারছেন। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও আছে; যদি মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া যায়, তখন তিনি বিদেশে যাওয়া সম্ভব।

এদিন রাত ৯টার দিকে খালেদা জিয়ার অবস্থা নিয়ে মিডিয়াকে জানান যে, তিনি এখন আগের তুলনায় সুস্থ এবং কিছুটা খাদ্য গ্রহণ করতে পারছেন। মাজার জিয়ারতকে কেন্দ্র করে রাতেই চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার এই জিয়ারত পূর্বপরিকল্পিত নয়; এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ইচ্ছার মাধ্যমে সংগঠিত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়