রাউজানে নিহত আবদুল হাকিম বিএনপি কর্মী নন: রিজভী

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
চট্টগ্রামের রাউজানে গুলিতে নিহত আবদুল হাকিম বিএনপি কর্মী নন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১০ অক্টোবর) এক প্রতিবাদ লিপিতে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, রাউজানের মদুনাঘাট ব্রিজসংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতে আবদুল হাকিম গুলিতে নিহত হন। এই সহিংস ঘটনা সম্পূর্ণভাবে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংসাত্মক কর্মকাণ্ড। এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও সংঘাতে জড়িত কেউই বিএনপির কর্মী নন।
তিনি আরও বলেন, কিছু গণমাধ্যমে নিহত হাকিমকে বিএনপি কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
রিজভী অভিযোগ করেন, এই সহিংস ঘটনা দেশের আইন-শৃঙ্খলার অবনতির বড় উদাহরণ, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, সর্বত্র অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে।
তিনি বলেন, জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুর্বৃত্তরা অপকর্ম চালিয়ে যাচ্ছে। সমাজে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন ব্যর্থ হয়েছে; এখনও কোথাও উল্লেখযোগ্য অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি নেতা বলেন, দলটি রাউজানের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে আধিপত্যকামী দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি