আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা: সারজিস

ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা, আন্দোলন মিথ্যা।”
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে পরিবর্তন এনেছে, তা কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না।
সারজিস আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ভাবছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে, তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন। নতুবা তাদের পরিণতিও হবে সেই একই পথে, যেভাবে আওয়ামী লীগ চলে গিয়েছে। তিনি আরও বলেন, কাউকে শেখ হাসিনা বা নতুন স্বৈরাচার হতে দেওয়া হবে না।
এ সময় তিনি এনসিপির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, নভেম্বরের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নিয়েই দল কাজ করছে। এছাড়া, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে এনসিপি সরকার গঠন বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় লড়বে।
দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ নিয়ে তিনি বলেন, “এনসিপি আইনগতভাবে এই প্রতীকের অধিকারী। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করলে শিগগিরই শাপলাকে এনসিপির প্রতীকেরূপে ঘোষণা করা হবে।” তবে যদি নির্বাচন কমিশন প্রভাবিত হয়, তবে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামান নেহাল এবং জেলার প্রধান সমন্বয়কারী আলাউল হক সহ স্থানীয় নেতারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি