News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৭, ৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:১৮, ৫ অক্টোবর ২০২৫

সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব বিএনপি

সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

সংসদ নির্বাচনের দিনই ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নে গণভোট আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের কোনো বাধা নেই। সনদের বিষয়বস্তু জনগণের সামনে উন্মুক্ত থাকবে এবং গণভোটের মাধ্যমে দেওয়া জনরায়ই হবে চূড়ান্ত। আগামী সংসদ ওই জনরায় মানতে বাধ্য থাকবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে একমত হওয়া গেছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা যেতে পারে। নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলো দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেফতার

বিএনপির এই নেতা আরও বলেন, ১০৬ অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে বিএনপি সরে এসেছে। এখন দলটি জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি এবং তার পর গণভোট আয়োজনের পক্ষে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়