News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ৬ আগস্ট ২০১৯
আপডেট: ০১:৪১, ১৮ জানুয়ারি ২০২০

গুজব ছড়ানোর অভিযোগে এনজিও কর্মী আটক

গুজব ছড়ানোর অভিযোগে এনজিও কর্মী আটক

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগার গুজব ছড়ানোর অভিযোগে আশিকুর রহমান রাসেল (২৬) নামে এক এনজিও কর্মীকে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকেলে সাড়ে ৫ টার দিকে গাইবান্ধা সদরের বাদিয়াখালী বাজারস্থ  ‘বুলবুল মিয়ার খাবার হোটেল’ থেকে তাকে আটক করা হয়।

আশিকুর রহমান রাসেল স্থানীয় একটি এনজিও’র উন্নয়ন সহযোগী হিসেবে কর্মরত। সে গাইবান্ধা সদরের মধ্য ফলিয়া গ্রামের আঃ রশিদের ছেলে।

র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুন্না বিশ্বাস জানান, আশিকুর রহমান রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে মর্মে গুজব ছড়িয়ে আসছিল। যা  অস্থিরতা-বিশৃঙ্খলা সৃষ্টি, আইনশৃঙ্খলার অবনতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার শামিল। গোপন খবর পেয়ে বিকেলে স্থানীয় একটি খাবারের হোটেল থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়