News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৯, ২ মে ২০১৫
আপডেট: ১৪:২২, ১৮ জানুয়ারি ২০২০

মেহেরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ

মেহেরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার ধানখোলা গ্রামে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবককে পাওয়া যাচ্ছে না।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানখেলা গ্রামের গোরস্থান পাড়া এলাকার একটি লিচুবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষিতার পিতা তহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে জনৈক আবুল কাশেমের লিচুবাগানে তার মেয়ে কয়েকজন সহপাঠী নিয়ে লিচু পাড়তে গিয়েছিল। এসময় ধানখেলা গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজিদুল সহপাঠীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে শিশটিকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষণের ঘটনা জানালে তাকে হত্যার হুমকি দেয় সাজিদুল।

পরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায় ধর্ষিত শিশু। তার মা মমতাজ বেগম বলেন, “লম্পট সাজিদুল এর আগেও দুটি মেয়ের জীবনে কলঙ্ক লেপন করে দিয়েছে। কেউ কোনো প্রতিবাদ না করার কারণে বারবার সে এ ঘটনা ঘটাচ্ছে।”

তিনি সাজিদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন শনিবার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আজ মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। লম্পট সাজিদুল পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়