‘ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করবে সরকার’
ভোলা: নদী ভাঙ্গন থেকে ভোলা জেলাকে রক্ষা করার বিষয়ে ‘যে কোনো মূল্যে ভাঙ্গন রোধ করা হবে’ বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত ইলিশা ও বাজাপুর ইউনিয়ন পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও পানি সম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ পৃথক পৃথক বক্তব্যে এ সব কথা বলেন।
সভায় শিল্প মন্ত্রী বলেন, ‘এ সরকার পরিকল্পনা করেছে দেশের মধ্যে ভোলাকে সমৃদ্ধশালী জেলায় রূপান্তরিত করার। কিন্তু এখন এ জেলায় উন্নায়নের প্রধান বাঁধা হয়ে দাড়িয়েছে নদী ভাঙ্গন। তাই এ। নদী ভাঙ্গন থেকে ভোলাকে রক্ষা করার জন্য যে কোনো মূল্যে ভাঙ্গন রোধ করা হবে।’
তিনি আরো বলেন, নদী ভাঙ্গনের কারণে ভোলা-লক্ষীপুর রুটের সড়কটি ভেঙ্গে গিয়ে ২১ জেলার সহজ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। ইলিশা ও বাজাপুরের অনেক পরিবার ঘর, ভিটে হারিয়ে গৃহহীন হয়ে গেছে। তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
এছাড়াও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘প্রধান মন্ত্রীর নির্দেশে আমি ভোলায় এসেছি। নদী ভাঙ্গনের হাত থেকে ভোলাকে রক্ষা করার জন্য যত অর্থ ব্যয় করা দরকার তাই করা হবে।’ তিনি ভাঙ্গন রোধে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
সদর উপজেলা পরিষদ চেয়াম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম রেজা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল আসলাম প্রমূখ।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








