শনিরআখড়ায় ৩ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩

রাজধানীর শনিরআখড়ার গোবিন্দ্রপুরের একটি বাড়ীতে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা, নগদ টাকাসহ পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব। এসময় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার গভীর রাতে এ অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুরের র্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী।
অভিযান শেষে মহিউদ্দিন ফারুকী বলেন, আটক নারী গোবিন্দ্রপুরেরর নাসির উদ্দিনের বাসায় একটি ফ্লাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছে। আমাদের কাছে খবর ছিল। অনেক কষ্টের পর আজ হাতে নাতে ওই নারীকে ধরা হয়েছে। এসময় ইয়াবাবহনকারী দুই সদস্যও ধরা হয়।
আরও বলেন, কয়েকদিন ধরেই আমরা ওই নারীকে নজরে রেখেছি। কিন্তু ইয়াবা কিভাবে আসছে, কে দিয়ে যাচ্ছে সেটা ধরার জন্য আমাদের এ অভিযান।
এ অভিযান প্রসঙ্গে এসআই লিটন বলেন, আমাদের কাছে একটি সংবাদ আসে আজ রাতেই ইয়াবা নিয়ে আসবে দুইজন।
তাৎক্ষণিক এসপি মহিউদ্দিন ফারুকী, আমিসহ একটি টিম শনিআখড়ার গোবিন্দ্রপুরেরর ওই বাসায় একটি ফ্লাটে অভিযান চালাই। এসময় তিনজনকে আটক করেছি। ওই ফ্ল্যাট তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ২১ হাজার ২৭০ টাকাসহ বিভিন্ন মডেলের পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর