জয়পুরহাট থেকে বাংলাদেশের সাংবাদিকতার বাস্তবতা
য়পুরহাটের ঘটনাটি বিচ্ছিন্ন নয়; এটি এমন এক পরিবেশের অংশ, যেখানে সত্য বলার দায় বহন করা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। পরিসংখ্যান ও আন্তর্জাতিক সূচক দেখায়—আইনগত কাঠামো, প্রয়োগ ও রাজনৈতিক আচরণে সংস্কার ছাড়া স্থায়ী উন্নতি সম্ভব নয়। ইতোমধ্যে RSF সূচকে কিছু অগ্রগতি এবং বিতর্কিত সাইবার ধারাগুলো সংস্কার/বাতিলের ইঙ্গিত ইতিবাচক; তবে ভারসাম্য রক্ষার একমাত্র পথ হলো আইনের শাসন, স্বচ্ছতা ও দ্রুত প্রতিকার। সাংবাদিকের নিরাপত্তা মানেই জনগণের তথ্য–অধিকার রক্ষা—এটি রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সমাজ—সব পক্ষের যৌথ দায়িত্ব।