তরুণ রাজনীতির সম্ভাবনা ও সংকট–পরিবর্তনের সন্ধানে এক আত্মসমালোচনামূলক দৃষ্টিভঙ্গি
গণমাধ্যমকে অনেকেই আজকাল ই-আবর্জনা ভাবেন। রাজনৈতিক সংবাদ দেখলেই গা গুলিয়ে ওঠে। রাজধানীর রাজপথে সপ্তাহের শুরুতেই ছাত্রদলের মিছিল কিংবা তরুণদের ‘আদর্শিক’ জটলার নামে জনজীবনের দুর্ভোগ—সবকিছুই যেনো জনমানুষের চোখে ‘মানসিক নির্যাতন’। একথা অস্বীকার করার উপায় নেই যে রাজনীতি আজ সাধারণ মানুষের আস্থার জায়গা হারিয়ে ফেলেছে। কারণ একটাই—রাজনীতির অধিকাংশ অংশ আজ দেশপ্রেম নয়, বরং দলভক্তির জালে বন্দি।