নিদ নাহি আঁখি পাতে?

কারোর শুধুই বিছানায় মাথা ঠেকানোর অপেক্ষা। তারা ভাগ্যবান। শুইলেই চোখের পাতায় ভর করে ঘুমের মাসি-পিসি। আর কেউ কেউ সারারাত বালিশ আঁকড়ে এপাশ-ওপাশ করতে করতেই ভোরের সূর্য ওঠা দেখে ফেলেন। নিদ নাহি আঁখি পাতে! এই মারাত্মক সমস্যায় ভুগছেন যারা তারা কী করবেন? ঘুমের ওষুধ খাবেন? নাকি নিশাচর হয়ে কাটিয়ে দেবেন জীবন! দুটোর কোনোটাই করতে হবে না। শুধু খেয়ে দেখতে পারেন এই পাঁচ খাবারের যেকোনো একটি। শোয়ার আগে এগুলো খেলেই নাকি চোখের পাতা ভারী হয়ে আসবে সহজেই-
১. রাঙালু
মিষ্টি আলু বা রাঙালুর মধ্যে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আর ক্যালসিয়াম শরীরকে শিথিল করে সহজেই। শান্ত করে স্নায়ু। তাই শোয়ার আগে এই সবজি খেলে ঘুম আসবেই।
২. পেস্তা
দিনে একবার অন্তত ড্রাই ফ্রুট যেমন কাজু, আখরোট, পেস্তা বাদাম খেতেই পারেন। তবে এর মধ্যে আপনি পেস্তা বাদাম রাতে খান। কারণ, এর মধ্যে থাকা ম্যাগনেশিয়াম, প্রোটিন আর ভিটামিন বি ৬ উত্তেজনায় টানটান স্নায়ু শিথিল করে। ঘুম আসে সহজেই।
৩. হার্বাল চা
দিনে নয় রাতে খান হার্বাল টি ( গ্রিন টি অথবা হার্বাল টি)। বিশেষ করে ক্যামোমিল চা রাতে খাওয়ার পর খেলে শরীর শান্ত থাকে। এবং ঘুম আসতেও বেশি সময় নেয় না।
৪. ওটস
অনেকেই সুস্থ থাকতে সকালে বা দুপুরের লাঞ্চে ওটস খান। জানেন কি, এর মধ্যে থাকা মেলাটানিন ঘুম আনে সহজেই! তাই সকাল বা দুপুরে নয়, ওটস থাকুক ডিনারের মেনুতে।
৫. বাদাম
পেস্তার মতো বাদামও ঘুম আনতে সাহায্য করে। তাই রাতে শোয়ার ঘণ্টাখানেক আগে একমুঠো বাদাম খেতে পারলে ঘুমের ওষুধ লাগবে না।
নিউজবাংলাদেশ.কম/এফএ