News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৪, ১৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১৭:৪২, ১৮ অক্টোবর ২০২৫

শাহজালাল কার্গো এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩৬ ইউনিট

শাহজালাল কার্গো এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩৬ ইউনিট

ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার বেলা আড়াইটার দিকে এ আগুন লাগে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা ও বিমানবাহিনী।

আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষরের দিনে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় আসামি ৯০০

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়।

তিনি আরও জানান, মোট ৩৬টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলের দিকে রওয়ানা দেয়। ঘটনাস্থলে বর্তমানে ২৫টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়