News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১৮ অক্টোবর ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই: ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই: ইসি আনোয়ারুল

ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,  এতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শনিবার (১৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এফআইবিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে “নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন: চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারের সব সংস্থা কাজ করছে। পুলিশবাহিনী প্রশিক্ষণ শুরু করেছে এবং নির্বাচনী দায়িত্ব পালনে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। প্রিজাইডিং কর্মকর্তাদের আইন সম্পর্কে জানতে হবে, তাহলেই দায়িত্ব সঠিকভাবে পালন সম্ভব হবে। ভোটার ও কেন্দ্রের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটালে রেহাই পাবে না।”

হাওর অঞ্চলের দুর্গম কেন্দ্রগুলো নিয়ে তিনি বলেন, “সুনামগঞ্জে অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত বরাদ্দের জন্য সুপারিশ করব। নির্বাচনকে কোনোভাবেই কলুষিত হতে দেওয়া হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশায় দেশবাসীর সঙ্গে সারা বিশ্ব তাকিয়ে আছে।”

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ও উপপ্রধান (বিটিইবি প্রকল্প পরিচালক) মুহাম্মদ মোস্তফা হাসান।

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের সম্ভাবনা

দিনব্যাপী এ কর্মশালায় সরকারি কর্মকর্তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়