News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ৮ অক্টোবর ২০২৫

অতীতে মুরগির ফার্মের মালিকও টিভি লাইসেন্স পেয়েছেন: উপ-প্রেস সচিব

অতীতে মুরগির ফার্মের মালিকও টিভি লাইসেন্স পেয়েছেন: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, অতীতে মুরগির ফার্মের মালিকও টিভি লাইসেন্স পেয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে নিজের সামাজিকমাধ্যম ফেসবুক আইডি-তে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

আবুল কালাম আজাদ লিখেছেন, “নতুন দুটি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল প্রথম আলো রিপোর্ট করেছে। ভালো রিপোর্ট। আমি মনে করি, চাইলে আমরা এটিকে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক হিসেবেও ব্যবহার করতে পারি।”

তিনি বলেন, টিভি লাইসেন্স কারা পেয়েছে তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আছে। এর আগে ৫০টি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৬টি চ্যানেল বর্তমানে অপারেশনে রয়েছে।

আবুল কালাম আজাদ আরও জানান, এই ৩৬টি চ্যানেলের মালিকদের মধ্যে সৈনিক লীগের সভাপতি থেকে মুরগির ফার্মের মালিক—অনেকে লাইসেন্স পেয়েছেন। এছাড়া সরকারি দলের সাংসদ, সাংসদদের ভাই-ভাতিজা ও ভাবি-সহ আরও অনেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে লাইসেন্স পেয়েছেন।

তিনি মন্তব্য করেন, “আমাদের মিডিয়াগুলো অতীতে এই বিষয় নিয়ে একটুও শব্দ করেনি। হয়তো তাদের সদিচ্ছা ছিল না, অথবা স্বাধীনতা ছিল না। এখন তারা স্বাধীনভাবে রিপোর্ট করতে পারছে। আশা করব গণমাধ্যম এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে নিয়ম ভঙ্গের ঘটনা যেমন রিপোর্ট করবে, তেমনি অতীতে প্রকাশ করতে না পারা বিষয়গুলোর প্রতিও আলোকপাত করবে।”

আরও পড়ুন: কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা

শেষে আবুল কালাম আজাদ বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতা আমাদের সমাজের স্বচ্ছতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়