News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪২, ৬ মার্চ ২০২৫

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ফাইল ছবি

ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আগামী শনিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যদিও আগামি দুই দিন তাপমাত্রা কিছুটা কম থাকবে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তিনদিন পর তাপমাত্রা বাড়ার সঙ্গে থাকবে বৃষ্টির পূর্বাভাস।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামীকাল শুক্রবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকা

শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, পরের সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। এ সময় প্রচণ্ড খরতাপে জনজীবনে এর প্রভাব পড়তে পারে। পানিবাহিত রোগ বাড়তে পারে। এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সীতাকুন্ডে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে দেশের আমবাগান, কয়রা, পটুয়াখালীসহ দেশের অন্তত ১০ জেলার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে।

গ্রীষ্ম শুরু না হতেই তাপমাত্রার এই পরিস্থিতি জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরাও।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়