বায়ুদূষণের শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকা
ফাইল ফটো
১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আইকিউএয়ারের বায়ুমান পরীক্ষার ফল এটি।
বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার আজ ১২৫টি দেশের বায়ুমান পরীক্ষা করছে। তার মধ্যে ঢাকার অবস্থান অষ্টম।
একই সময়ে ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে, পোল্যান্ডের ক্রাকো শহর। এ ছাড়া ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম এবং ১৬৪ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ অবস্থানে নেপালে কাঠমান্ডু ও পঞ্চম অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ, যার স্কোর ১৬৩। অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানীর ঢাকার স্কোর ১৬০।
আরও পড়ুন: ভোটার হালনাগাদে শৃঙ্খলা রক্ষায় নতুন নির্দেশনা ইসির
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








