নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ
ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে ১ মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি প্রকাশ করা হয়।
টিজারে কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের মর্মান্তিক ঘটনা।
ভিডিওতে ফেলানীর বাবা মো. নূর ইসলামকে তার কন্যার হত্যার স্মরণে ক্ষোভ ও বেদনা প্রকাশ করতে দেখা যায়।
তিনি বলেন, “আজও আমি বিচার পাইনি। তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। আমরা আর এমন সরকার চাই না। আমরা এমন সরকার চাই যা আমাদের পক্ষে কথা বলবে, হত্যার বিচার চাইতে সাহসী হবে।”
টিজারে দেশের নাগরিকদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নূর ইসলাম বলেন, “আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।”
আরও পড়ুন: যারা নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
প্রেস উইং আরও জানিয়েছে, টিজারের শেষাংশে ভোটারদের সরাসরি আহ্বান জানানো হয়েছে—ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন, কেমন বাংলাদেশ চান। দেশের চাবি এবার নাগরিকদের হাতে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








