লিবিয়া থেকে তিন শতাধিক বাংলাদেশির প্রত্যাবাসন ২৩ অক্টোবর
ছবি: সংগৃহীত
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে পাঠানো হবে বলে জানিয়েছে ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে ২৩ অক্টোবর একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করছে দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে লিবিয়ায় কর্মসংস্থানের আশায় যাওয়া এবং নানা কারণে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার পথ সুগম হচ্ছে।
আরও পড়ুন: ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা: তদন্তে বিএসএফ-বিজিবি
উল্লেখ্য, লিবিয়ায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে অনেক বাংলাদেশি নাগরিক সেখানে বিপাকে পড়েছেন। বাংলাদেশ সরকার ও লিবিয়া সরকারের যৌথ উদ্যোগে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরত আসা নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। দূতাবাসের পক্ষ থেকে নিবন্ধনকৃত নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এই মানবিক উদ্যোগ বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যা প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
নিউজবাংলাদেশ.কম/পলি








