বাড়ছে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ সংখ্যা
ফাইল ছবি
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করা মেট্রোরেলের চলাচল সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বর্ধিত এই সময়সূচি আগামী রবিবার (১৯ অক্টোবর) থেকে কার্যকর হতে যাচ্ছে।
একই সঙ্গে, নভেম্বরের মাঝামাঝি সময়ে ট্রিপের সংখ্যা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে দুই ট্রেনের মধ্যে অপেক্ষার সময় (বিরতি/হেডওয়ে) অন্তত দুই মিনিট কমে আসবে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, মোট এক ঘণ্টা সময় বৃদ্ধির মধ্যে সকালে বর্তমান সময়ের চেয়ে আধঘণ্টা আগে চলাচল শুরু হবে এবং রাতে এখনকার সময়ের চেয়ে আধঘণ্টা বেশি সময় চলবে। কর্তৃপক্ষ গত মাসেই মেট্রোরেলের চলাচল সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে প্রথমে বাড়তি এক ঘণ্টা মেট্রোরেল চালানোর বিষয়টি চূড়ান্ত করে ডিএমটিসিএল।
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে।
ট্রিপ বাড়ানোর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। তবে আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছেন তারা।
আরও পড়ুন: সেপ্টেম্বরে ৫৬৭ দুর্ঘটনায় সড়কে নিহত ৫৬৫ জন
নতুন সূচি অনুযায়ী, সাপ্তাহিক কর্মদিবসে (শনি থেকে বৃহস্পতিবার) মেট্রোরেলের চলাচলে বড় পরিবর্তন আসছে। বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। আগামী রোববার নতুন সূচিতে চলাচল শুরু হলে এই স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। একইভাবে, উত্তরা উত্তর স্টেশন থেকে সবশেষ ট্রেন বর্তমানে রাত ৯টায় ছাড়লেও নতুন সূচিতে তা ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
অন্যদিকে, বর্তমানে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে। নতুন সূচিতে এটি সকাল ৭টায় ছাড়বে। রাতে মতিঝিল থেকে সবশেষ ট্রেন বর্তমানে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়লেও নতুন সূচিতে তা ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। মতিঝিল থেকে ছাড়া সবশেষ ট্রেনটি এখন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় রাত ১০টার পর, যা নতুন সূচিতে পৌঁছাবে রাত পৌনে ১১টার দিকে।
শুক্রবারও মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আসছে। বর্তমানে এদিন বেলা তিনটা থেকে মেট্রোরেলের চলাচল শুরু হয়। নতুন সূচিতে সময় আধঘণ্টা এগিয়ে বেলা আড়াইটায় চলাচল শুরু হবে। রাতে চলাচলের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হবে।
ডিএমটিসিএল সূত্র আরও জানায়, বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য বর্তমানে ২৪ সেট ট্রেন রয়েছে (প্রতি সেটে ৬টি কোচ)। এর মধ্যে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক যাত্রী নিয়ে চলাচল করে। বাড়তি সময়ে চালানো এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হলে সার্বক্ষণিক ব্যবহার করা হবে ১৯ সেট ট্রেন। এছাড়া, দুটি ট্রেন সব সময় ওয়ার্কশপে থাকে এবং একটি ট্রেন সকালে লাইন পরীক্ষার জন্য যাত্রীবিহীন চালানো হয়।
আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপের সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের অপেক্ষার সময় (হেডওয়ে) অন্তত দুই মিনিট কমে যাবে। বর্তমানে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের ব্যবধান তিনটি স্তরে ভাগ করা আছে। ব্যস্ত সময়ে (পিক আওয়ার) এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের ব্যবধান ৬ মিনিট, কম ব্যস্ত সময়ে (অফ-পিক আওয়ার) ৮ মিনিট এবং একেবারেই কম ব্যস্ত সময়ে (সুপার অফ পিক আওয়ার) ১০ মিনিট ব্যবধানে ট্রেন চলাচল করে। ট্রিপ বাড়লে এই সময়ের ব্যবধান আরও কমে যাবে, যার ফলে যাত্রীরা আরও দ্রুত ট্রেন পাবেন। বর্তমানে সারা দিনে ২৩৮ বার মেট্রোরেল যাত্রী নিয়ে চলাচল করে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে এটি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত এবং ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়। বর্তমানে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








