News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৪, ১৫ জুলাই ২০২৫

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

ফাইল ছবি

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) দিন ধার্য করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। এর আগে, ১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি পায়।

উল্লেখ্য, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়- তারেক রহমান ও জুবাইদা রহমানের বিচার বিচারিক আদালতে নিরপেক্ষ হয়নি। আদালত বিচারিক রায়কে 'অবৈধ' ঘোষণা করে তাদের খালাস দেন।

আরও পড়ুন: ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণায় হাইকোর্টের রুল

২০১৮ সালের বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপি নেতা তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে বর্বর গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত এবং কয়েকশ’ মানুষ আহত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়