News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩২, ৯ নভেম্বর ২০২৫

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (০৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

গত ৯ মে, সাবেক মেয়র আইভীকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেই সময় আদালতে হাজির করলে তাকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: গুম-হত্যা মামলার প্যানেল ছাড়লেন ব্যারিস্টার সারোয়ার

এরপর ২৭ মে, মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইভীর বিরুদ্ধে চলমান মামলাগুলোতে এখনও তদন্ত চলমান। হাইকোর্টের জামিনের মাধ্যমে তিনি জামিনে মুক্ত থাকবেন, তবে মামলাগুলোর পরবর্তী শুনানি আদালতে হবে।

এই মামলাগুলো বাংলাদেশের সর্বশেষ আন্দোলন এবং ছাত্র-জনতার সক্রিয়তায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়