যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৬

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাক্সনর্ট শহরে গত শুক্রবার (১০ অক্টোবর) এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা স্থানীয় সামরিক বিস্ফোরক উৎপাদন প্রতিষ্ঠান অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস-এর একটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
শনিবার (১১ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় মোট ১৬ জন নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বিস্ফোরণে ১৮ জন নিখোঁজ, তবে তদন্তে দেখা গেছে, যাদের ব্যক্তিগত জিনিসপত্র ও গাড়ি ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে দুজন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না। এই তথ্য শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস।
তিনি বলেন, আমরা তাদের ‘ভিকটিম’ বলব, কিন্তু তারা আমাদের প্রিয়জন।
বিস্ফোরণটির তীব্রতা এতটাই ছিল যে এটি কয়েক মাইল দূর থেকেও অনুভূত হয়। ধাক্কায় ঘরবাড়িও কেঁপে উঠেছিল এবং ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়েছিল। আকুরেট এনার্জেটিক সিস্টেমস কারখানাটি সামরিক এবং ধ্বংসাত্মক কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক উৎপাদন করতো।
শেরিফ ডেভিস আরও জানান, উদ্ধার অভিযান এখন মৃতদেহ শনাক্তকরণ ও পুনরুদ্ধারের পর্যায়ে পৌঁছেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।
আরও পড়ুন: সুদানের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত অন্তত ৬০
বিস্ফোরণের কারণ নির্ধারণে তদন্ত এখনও চলছে। তদন্তে এফবিআই এবং অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো (এটিএফ)-এর এজেন্টরা অংশগ্রহণ করছেন।
এটিএফ-এর কর্মকর্তা ব্রাইস ম্যাকক্রাকেন সাংবাদিকদের জানান, বিস্ফোরণের উৎস এবং কারণ উদঘাটনে কর্তৃপক্ষ ওই দিন পর্যন্ত খুব বেশি অগ্রগতি করতে পারেনি।
তদন্তকারীরা সতর্কভাবে ঘটনাস্থলে কাজ করছেন।
শেরিফ ডেভিস জানান, এলাকা জুড়ে বিস্ফোরক এবং অন্যান্য অস্ত্রসামগ্রী থাকায় অনুসন্ধান কার্যক্রম অত্যন্ত জটিল। বিপদের সম্ভাবনা দেখা দিলে বোমাবিষয়ক প্রযুক্তিবিদদের ডাকা হচ্ছে।
সংস্থাটিও এক বিবৃতিতে এই ঘটনার ব্যাপারে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। হামফ্রিস কাউন্টি শেরিফ অফিস পরিবারগুলোকে ইতিমধ্যেই জানিয়েছে এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি