News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ১১ অক্টোবর ২০২৫

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা

ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার ২০২৫ সালের শান্তি নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি তাকে এ পুরস্কারে ভূষিত করে।

পুরস্কার পাওয়ার পর মারিয়া কোরিনা এক্সে পোস্টে বলেন, “সকল ভেনিজুয়েলানদের সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই নোবেল আমাদের লক্ষ্য পূরণের জন্য শক্তিশালী প্রেরণা। সেই লক্ষ্য হলো স্বাধীনতা অর্জন। আমি এই পুরস্কারটি ভেনিজুয়েলার নিপীড়িত জনগণের প্রতি এবং আমাদের সহায়তা করা প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি।”

নোবেলজয়ের পর মারিয়া কোরিনা ট্রাম্পকে ফোন করে পুরস্কার গ্রহণের খবর জানান। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, “আজ যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আমাকে ফোন করে বললেন, আমি আপনার সম্মানে এটি গ্রহণ করছি। তবে আমি তাকে বলিনি এটি আমাকে দিন। যদিও আমার মনে হয়, তিনি যোগ্য।”

আরও পড়ুন: চীনের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

তবে হোয়াইট হাউজ নোবেল কমিটির সিদ্ধান্তকে সমালোচনা করেছে। তারা বিবৃতিতে জানিয়েছে, “শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ ও জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার মানবিক হৃদয় এমন কোনো শক্তি রাখে, যা কমিটি স্বীকৃতি দেয়নি।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়