News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৪, ৬ অক্টোবর ২০২৫

তিব্বতে তুষারঝড়ে এভারেস্টে আটকা প্রায় এক হাজার মানুষ

তিব্বতে তুষারঝড়ে এভারেস্টে আটকা প্রায় এক হাজার মানুষ

ছবি: সংগৃহীত

চীনের তিব্বত অংশের মাউন্ট এভারেস্টে প্রবল তুষারঝড়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার সারাদিন অব্যাহত থাকায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতার ক্যাম্প ও আশপাশের এলাকা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, আটকা পড়াদের মধ্যে পর্যটক, পর্বতারোহী ও কর্মী রয়েছেন। উদ্ধারকাজে শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার পর্যন্ত ৩৫০ জনকে কুডং শহরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি ২০০ জনেরও বেশি পর্বতারোহীকে ধাপে ধাপে উদ্ধার করে কুডং শহরে নিয়ে আসা হবে।

উদ্ধার ও নিরাপত্তাজনিত কারণে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার রাত থেকে এভারেস্টে পর্যটক প্রবেশ ও টিকিট বিক্রি স্থগিত করেছে।

আরও পড়ুন: অস্ত্র সমর্পণের দাবি ‘বানোয়াট’ বলল হামাস

এদিকে নেপালে ভারি বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু সড়কপথ বন্ধ হয়ে গেছে। এসব ঘটনায় অন্তত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়