News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৫, ৬ অক্টোবর ২০২৫

অস্ত্র সমর্পণের দাবি ‘বানোয়াট’ বলল হামাস

অস্ত্র সমর্পণের দাবি ‘বানোয়াট’ বলল হামাস

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে—এমন খবরকে ‘বানোয়াট’ বলে দাবি করেছে সংগঠনটি। 

রবিবার (৫ অক্টোবর) আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার অধীনে আন্তর্জাতিক তত্ত্বাবধানে হামাস অস্ত্র জমা দিতে রাজি হয়েছে- এমন খবর ছড়ালেও তা প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।

হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, “যুদ্ধবিরতি আলোচনা ও অস্ত্র হস্তান্তরের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এসব প্রতিবেদন হামাসের অবস্থান বিকৃত করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে আহ্বান জানান, যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার জন্য। “বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করেই সংবাদ প্রকাশ করা উচিত,”- বলেন মারদাউই।

আরও পড়ুন: নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৪৭

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রস্তাবনায় বন্দি বিনিময়, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের বিষয় অন্তর্ভুক্ত ছিল। হামাস নীতিগতভাবে কয়েকটি বিষয়ে সম্মত হলেও নিরস্ত্রীকরণ নিয়ে এখনও চূড়ান্ত অবস্থান জানায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়