মেঘালয় সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’
ফাইল ছবি
ভারতের স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) সামনে রেখে মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ চালু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এ অভিযান ১৬ আগস্ট পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএসএফ।
বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে মেঘালয় রাজ্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন: গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র বহনে সৌদি জাহাজ
অভিযানের আওতায় সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিশন সরঞ্জাম ও ভ্রাম্যমাণ টহল দলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








