নাইজেরিয়ার নির্বাচনে বুহারির ঐতিহাসিক জয়
নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথনকে হারিয়ে জয়ী হয়েছেন। নাইজেরিয়ার বর্তমান বিরোধী দলের নেতা বুহারি তিন দশক আগে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রথম দেশটির ক্ষমতা দখল করেন।
তবে বুহারি দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথন কতো ভোটে পরাজিত করেছেন তিা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির ৩৬টি প্রদেশের মধ্যে ৩৩টিতে ভোট গণনা শেষে সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথনের চেয়ে ৩০ লাখ ভোটে এগিয়ে ছিলেন।
আংশিক ভোট গণনার ফলাফল অনুযায়ী, জেনারেল বুহারির নেতৃত্বাধীন এপিসি পার্টি পেয়েছে এক কোটি ৪০ লাখ ভোট এবং গুডলাক জনাথনের নেতৃত্বাধীন পিপল’স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) পেয়েছে এক কোটি ১০ লাখ ভোট।
বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথনের শাসনের পাঁচ বছরে দেশটি দুর্নীতি ও কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছে এবং তার বিরুদ্ধে বোকো হারাম যোদ্ধাদের দ্বারা একটি বিদ্রোহও সংগঠিত হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ার নির্বাচন কমিশন (আইএনইসি) গতরাতে চূড়ান্ত ফল ঘোষণা স্থগিত রাখে। এরপর আজ সকাল থেকে আবারও ভোট গণনা শুরু হয়।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








