News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩২, ১৪ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে প্রশংসা করলেন বাইডেন

গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে প্রশংসা করলেন বাইডেন

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করায় ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে প্রশংসা তিনি। 

সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পোস্টের বরাতে প্রতিবেদনে বলা হয়, তার প্রশাসন ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরানো, গাজায় ত্রাণ পাঠানো এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য নিরলসভাবে কাজ করেছিল। তবে তিনি স্বীকার করেন, তৎকালীন প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর করলেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

বাইডেন আরও জানান, ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ বন্ধ হওয়ায় তিনি উচ্ছ্বসিত এবং স্বস্তি অনুভব করছেন। যদিও নিজের শাসনামলে বাইডেন ইসরায়েলকে অস্ত্র ও যুদ্ধযান সরবরাহ করায় সমালোচিত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়