News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ০৯:২৫, ১৪ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর করলেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর করলেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

ছবি: সংগৃহীত

মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প। 

আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাক্ষরের পর তিনি বলেন, “আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না; মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা শান্তির নতুন ভোর এনে দেবে।”

ট্রাম্পের পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ অন্যান্য বিশ্বনেতারাও নথিতে স্বাক্ষর করেন। ট্রাম্প জানিয়েছেন, “এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।”

আরও পড়ুন: মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিরা

এর আগে, গত শুক্রবার ইসরায়েল ও হামাস ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। এরই মধ্যে হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও কয়েকজনের মরদেহ ফেরত দিয়েছে, আর ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়