News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৩, ১১ অক্টোবর ২০২৫

ইসরায়েলি জিম্মিদের মুক্তি সোমবার: ট্রাম্প

ইসরায়েলি জিম্মিদের মুক্তি সোমবার: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

দুই বছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় নিজ ভূমিতে ফিরছেন গাজাবাসী। তবে চিরচেনা উপত্যকাটি এখন কেবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আগামী সোমবার চুক্তি অনুযায়ী হামাসের কাছে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন— কোথায় আছেন, তা খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে, পাশাপাশি ২৮টি মরদেহও পাঠানো হবে।”

তিনি আরও জানান, “আমি ইসরায়েলে যাবো, নেসেটে বক্তব্য দেবো। এরপর মিসরে গিয়ে চুক্তি স্বাক্ষর করব। সেখানে সারা বিশ্ব থেকে অনেক নেতা উপস্থিত থাকবেন— তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।”

আরও পড়ুন: ট্রাম্পের অভিযোগ: কিছুই না করেই পুরস্কার পেয়েছিলেন ওবামা

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা আগ্রাসন চালায় ইসরায়েল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা সময় ছিল যুদ্ধবিরতি। বাকি সময়ে নির্বিচার হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়