News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৫, ১০ অক্টোবর ২০২৫

ট্রাম্পের অভিযোগ: কিছুই না করেই পুরস্কার পেয়েছিলেন ওবামা

ট্রাম্পের অভিযোগ: কিছুই না করেই পুরস্কার পেয়েছিলেন ওবামা

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিকে ‘অযৌক্তিক’ ও ‘অপ্রাপ্য’ বলে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওবামা “কিছুই না করে” এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন এবং “আমাদের দেশ ধ্বংস করা ছাড়া আর কিছুই করেননি।”

ট্রাম্পের এই মন্তব্য আসে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে। তিনি বলেন, তিনি (ওবামা) এটা পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন। তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাস পরই বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। সে সময় এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। 

এমনকি উদারপন্থী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস তাদের সম্পাদকীয়তে এই স্বীকৃতিকে “খুবই অপরিপক্ব” বলে উল্লেখ করে মন্তব্য করেছিল, “নোবেলের মান আরও উঁচু হওয়া উচিত।”

ট্রাম্প দাবি করেন, তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং আটটি যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর তিনি বলেন, আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনও হয়নি। 

আরও পড়ুন: শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

তবে তিনি জোর দিয়ে বলেন, আমি পুরস্কারের জন্য এসব করিনি, করেছি কারণ আমি অনেক জীবন বাঁচিয়েছি।

তিনি আরও বলেন, তাদের (নোবেল কমিটি) যা করার তাই করতে হবে। তারা যা-ই করুক না কেন, ঠিক আছে।

ট্রাম্পের এই বক্তব্যকে অনেক বিশ্লেষক নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। জানুয়ারিতে ওভাল অফিসে ফিরে আসার পর থেকেই তিনি নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট (পিআরআইও)-কে প্রভাবিত করার চেষ্টা করছেন। এই প্রতিষ্ঠানটি নোবেল কমিটিকে প্রার্থীদের পর্যালোচনায় সহায়তা করে।

ওয়াশিংটনভিত্তিক সূত্রগুলো জানায়, ট্রাম্প বারবার নিজেকে নোবেলপ্রার্থী হিসেবে তুলে ধরছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সাফল্যের কৃতিত্ব দাবি করছেন। 

গত মাসে জাতিসংঘে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমি সাতটি অসম্ভব যুদ্ধ থামিয়েছি, যা অনেক বিশ্লেষকের মতে তার আত্মপ্রচারণার অংশ।

যদিও ট্রাম্প দীর্ঘদিনের কিছু শত্রুর মধ্যে শান্তি আনতে অবদান রেখেছেন, তবে তিনি যেসব সংঘাতের অবসান দাবি করছেন, সেগুলোর কয়েকটিতে যুদ্ধবিরতি স্থাপনে তাঁর ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোই প্রশ্ন তুলেছে।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দিনেই ট্রাম্পের এই মন্তব্য ও অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, নোবেল কমিটি তার দাবিকে কতটা গুরুত্ব দেয়।

সূত্র: এনডিটিভি, দ্য নিউ ইয়র্ক টাইমস, হোয়াইট হাউজ প্রেস ব্রিফিং

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়