গাজায় যুদ্ধবিরতি অনুমোদন করল ইসরায়েল
ছবি: সংগৃহীত
অবশেষে গাজায় কার্যকর হয়েছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে চুক্তির অনুমোদনের পর উপত্যকায় সামরিক অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। চুক্তি অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে।
চুক্তির অংশ হিসেবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৪৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপে ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে— নিহত কিছু বন্দির মরদেহের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নয়, যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে।
বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে দুই হাজারের মতো ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে এবং গাজায় প্রবেশ করতে দেওয়া হবে মানবিক ত্রাণ সহায়তা।
চুক্তি অনুসারে, প্রথম ধাপে গাজার নির্দিষ্ট কিছু এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সরে যাবে। তবে উপত্যকার প্রায় ৫৩ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। পরবর্তী দুই ধাপে ধীরে ধীরে গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করা হবে।
আরও পড়ুন: পাখতুনখোয়ায় টিটিপি-বিরোধী অভিযানে ১৯ জঙ্গিসহ ১১ সেনা নিহত
এদিকে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘শান্তি পরিকল্পনা’-এর প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








